শাল্লার নোয়া গাওঁয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ব্যরিস্টার ডাল্টন


সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হামলার শিকার সংখ্যালঘুদের গ্রাম পরিদর্শন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার অনুকূল চন্দ্র তালুকদার ডাল্টন।

শুক্রবার বেলা ১২ টার দিকে নোয়াগাঁও গ্রামে পৌঁছে তিনি ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন। তাছাড়া তিনি এই হামলার প্রতিবাদে অনুষ্ঠিত বিভিন্ন মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেন। সাংবাদিকদের সাথে আলাপকালে ব্যরিস্টার অনুকুল তালুকদার ডাল্টন জানান দিরাই শাল্লার হিন্দু মুসলাম ভাই ভাই। গত১৭ ই মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকীতে একাত্তরের পরাজিত শক্তির প্রেত্মাতারা যে হামলা ঘটিয়েছে, তা সত্যিই দুঃখজনক। আমি বিশ্বাস করি হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি কয়েকজন কুলাঙ্গারের কারনে নষ্ট হতে পারে না।

সন্ত্রাসমুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সারা জীবন কষ্ট করেছেন। জননেত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আপনারা নিশ্চিন্তে থাকুন, অপরাধী যেই হোক তাদের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

উল্লেখ্য, ফেসবুকে হেফাজতে ইসলামের নেতা আল্লামা মামুনুল হককে কটাক্ষ করে স্ট্যাটাস দেয় শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত গোপেশ দাসের ছেলে ঝুমন দাস আপন। এর জের ধরে গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দিরাই-শাল্লা উপজেলার কয়েকটি গ্রামের লোক বিক্ষোভ মিছিল করে হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে হামলা ও লুটপাট চালায়।

এতে গ্রামের ৯০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। এ হামলার ঘটনায় দুটি মামলায় এজাহারভুক্ত দুইজনসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ব্যরিস্টার অনুকুল তালুকদার ডাল্টনের সাথে উপস্থিত ছিলেন রাসেন্দ্র নারায়ন তালুকদার সেন্টু, সাধারণ সম্পাদক শিক্ষক ফোরাম সিলেট সদর।। নাট্যকর্মী রুবেল শংকর বিশ্বাস, দিরাই উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, শাল্লা উপজেলা আওয়ামীলীগ নেতা বিশ্বজিত চৌধুরী নান্টু, শাল্লা উপজেলা ভাইস চেয়ারম্যান এড দীপু রন্জন দাস, শাল্লা উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নওশের মনির, শাল্লা উপজেলা আওয়ামী লীগ নেতা রুবায়েত চৌধুরী রবিন, প্রভাষক বিপুল তালুকদার, রফিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল মামুন, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক বিশ্বজিত রায়,সরমঙ্গল ইউনিয়ন যুবলীগের সভাপতি দুলাল মিয়া, আটগাও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিহির কান্তি তালুকদার, যুবলীগ নেতা সৌমেন চৌধুরী, দীপন চৌধুরী, অর্জুন কুমার চক্রবর্তী,শাল্লা উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিক, রফিনগর ইউনিয়ন যুবলীগ নেতা মিহির তালুকদার, আওয়ামী লীগ নেতা মোহন তালুকদার, রফিনগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রহমত আলী ,যুবলীগ নেতা অজয় তালুকদার, ছাত্রলীগ নেতা সাজ্জাদ খান সহ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *