শ্রীলঙ্কা সফরে টিম লিডার খালেদ মাহমুদ সুজন


বাংলা সংবাদ ডেস্ক: তার নামটি বাংলাদেশের ক্রিকেটে অত্যন্ত আলোচিত এবং বিতর্কিতও বটে। কিন্তু এই খালেদ মাহমুদ সুজনই বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য সারাদিন খাটেন। যার প্রমাণ পাওয়া গেছে বাংলাদেশের দুই সুপারস্টার সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজার কথায়। দুজনেই সুজনের ভূয়সী প্রশংসা করেছেন। এবার সেই খালেদ মাহমুদ সুজন হতে যাচ্ছেন শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের ‘টিম লিডার’।

আজ মঙ্গলবার শ্রীলঙ্কা সিরিজ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটি, গেম ডেভেলপমেন্ট, হাই পারফর্ম্যান্স ও নির্বাচকমণ্ডলীর এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত গৃহীত হয় যে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন কে এই সিরিজে টিম লিডার করে পাঠানো হচ্ছে। এর আগে সদ্যসমাপ্ত নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের টিম লিডার হয়ে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত খালেদ মাহমুদ সুজন সভা থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, ‘অনুভূতির তো কিছু নাই, দায়িত্ব আবার একটা। এর আগে জালাল ভাই গিয়েছিলেন বোর্ড হয়তোবা ঘুরে ফিরে সবাইকে দিচ্ছে। বোর্ডের যেহেতু আস্থার জায়গা আছে আমাদের ওপরে। সেটা জালাল ভাই যাক আর আমি যাই বা আকরাম ভাই যাক। অবশ্যই এক্সসাইটেড, আবারো বাংলাদেশ টিমের সাথে যাব। আর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় আমার কাছে। যদিও টেস্টে আমরা পিছিয়ে আছি।’

টেস্টে কেন বাংলাদেশ কিছুতেই উন্নতি করতে পারছে না- এই বিষয়ে সুজন আরও বলেন, ‘অবশ্যই আমরা একটা ভালো দল। যদিও বা আমরা দেশের মাটিতে দুটো সিরিজ পারিনি, আফগানিস্তান বা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হেরেছি। হয়তো আমাদের ছোট খাটো ভুল ত্রুটি ছিল। এগুলা কাটিয়ে উঠতে চাইবো যে শ্রীলঙ্কায় ভালো কিছু করতে। শ্রীলঙ্কায় আমরা জানি যে পাল্লেকেলেতে দুটি টেস্ট হবে। সেখানে ব্যাট করার জন্য উইকেটটা ভালো, স্পোর্টিং উইকেট। তাই আমি মনে করে আমরা ভালো টেস্ট ম্যাচ খেলব।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *