‘সাকিব-মোস্তাফিজদের তো ১০-১২টা হাত নেই’


বাংলা সংবাদ ডেস্ক: দুই টেস্ট খেলতে সোমবার শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রোববার শেষবারের মতো মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছে মুমিনুলরা। আইপিএলের জন্য লঙ্কা সফরে বাংলাদেশ দল পাচ্ছে না সাকিব ও মোস্তাফিজের সার্ভিস। দুই তারকা ক্রিকেটারকে ছাড়া কেমন করবে বাংলাদেশ শ্রীলঙ্কায়?

সেটা মোটা দাগের প্রশ্ন। তবে টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক সৌরভ খুবই আত্মবিশ্বাসী। তার মতে, এই দু’জনের অনুপস্থিতি দলে বাড়তি প্রভাব ফেলবে না।

সোমবার গণমাধ্যমে মুমিনুল বলেন, ‘না আমার কাছে মনে হয় না যে, সাকিব ভাই বা মোস্তাফিজ না থাকলে দলের (ভালো) ফলাফল হবে না। দেখেন খেলোয়াড় তো আরো আছে। ওনাদের তো ১০-১২টা হাত না। বাকিদেরও ১০-১২টা হাত না। আমার কাছে মনে হয় না এর কোনো প্রভাব পড়ে। আমরা হয়তো দলগতভাবে খেলতে পারছি না এই কারণে ইতিবাচক ফলাফল হচ্ছে না। আর কোনো কিছু না।’

মুমিনুলের মতে এটাই বাস্তবতা। সামনে আরো অনেক সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই খেলা লাগতে পারে বাংলাদেশকে। তিনি বলেন, ‘যেটা বলেছেন যে সাকিব ভাই নেই, আমার হয়তো এমনও সিরিজ হতে পারে যেখানে দুই থেকে তিনজন সিনিয়র ক্রিকেটার থাকবে না। এর মধ্যে যারা খেলবে তাদের জন্য আমি বারবারই কথাটা বলে আসছি, তাদের জন্য ভালো একটা সুযোগ। তাই এই সময়ে যারা খেলবে এটা তো তাদের জন্য ভালো সুযোগ। আমাদের মনে হয় এভাবেই প্রস্তুতি নেয়াটা উত্তম।’

দলে নতুন মুখ তিনজন। তরুণদের নিয়ে মুমিনুল বলেন, ‘আপনি যখন একজন জুনিয়র নিয়ে খেলবেন সে সব সময়ই আশা করবে একটা ভালো কিছু করার জন্য।

দেশের জন্য অবদান রাখার জন্য। ওই অবদানটা রাখার জন্যই সে খেলে। আমার কাছে মনে হয় সে সময় তাকে সমর্থন দেয়া উচিত। আমার কাছে মনে হয় তরুণরা পুরোপুরি প্রস্তুত কিন্তু মাঝে মধ্যে ফেইল করে। সব সময় ওদের সমর্থন দেয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *