বাংলা সংবাদ ডেস্ক:সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট বাউল শিল্পী মশ্রব আলী টাকার অভাবে বিনা চিকিৎসায় এখন মৃত্যুশয্যায়। তিনি সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের বাসিন্দা।
১৯৭১ সালে মুক্তিযোদ্ধে ঝাপিয়ে দেশ স্বাধীন করা ওই মুক্তিযুদ্ধা গত পাঁচ বছর ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শারীরিক ক্ষমতা হারিয়ে বিছানায় পড়ে আছেন। এখন মৃতুর প্রহর গুণছেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মুক্তিযোদ্ধা কর্নারের বিছানায়। উন্নত চিকিৎসা হলে হয়তো তিনি আরো কিছু দিন সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে সন্তানদের সাথে বাঁচতে পারতেন। কিন্তু টাকার অভাবে উন্নত চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে।
বীর মুক্তিযোদ্ধা মশ্রব আলীর সনদ নম্বর ১৭১৭৬২। মুক্তিবার্তা নং (লাল বই) ০৫০২০৮০১৯৫ ও গেজেট নম্বর ৩০৭৮। তিনি পাঁচ সন্তানের বাবা। সন্তানদের মধ্যে তিন মেয়েকে বিয়ে দেয়া হয়েছে। আর দু’ছেলের সাথে তিনি আছেন।
বীর মুক্তিযোদ্ধার ছেলে আশরাফুল ইসলাম ফেসবুকে তার নিজস্ব আইডি থেকে অসুস্থ বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। একইসাথে তিনি বলেন, টাকার অভাবে আমার অসুস্থ বাবা বীর মুক্তিযোদ্ধা মশ্রব আলীরর ভালো চিকিৎসা করাতে পারছি না। চিকিৎসা সহায়তা পাচ্ছেন না উল্লেখ করে তিনি দৃষ্টি আকর্ষণ করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
আশরাফুল ইসলাম আরো জানান, ব্যাংক ও এনজিও থেকে লোন নিয়ে বাবাকে এখন আর চিকিৎসা করাতে পারছি না টাকার জন্য।
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রৌজ আলী জানান, একজন বীর মুক্তিযোদ্ধা টাকার অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। এটা মেনে নেয়া যায় না। আমি আমার সহযোদ্ধার সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ব্যবস্থা নিতে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।