মিশিগানে সাংবাদিক নিপীড়ন বন্ধের দাবিতে প্রতিবাদে সমাবেশ


প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, তাঁকে হেনেস্তা ও নির্যাতনকারীদের শাস্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়েছে। রবিবার​ (২৩ মে) বিকেলে বাংলাটাউন খ্যাত হেমট্রামিক সিটির কনান্টে প্রবাসে কর্মরত গণমাধ্যমকর্মী ও প্রবাসী জনসমাজের ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মিশিগান স্টেট ডিস্ট্রিক-১৪ রিপ্রেজেনটিভ অ্যাব্রাহাম আয়াস উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। তাঁর বক্তব্যে বলেন,দোষীদের শাস্তি নিশ্চিত হলেই বাকস্বাধীনতা নিশ্চিত হবে এবং একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়ক হবে। সাংবাদিকদের সংবাদ সংগ্রহের স্বাধীনতা নিশ্চিত করাসহ সাংবাদিক নিপীড়ন বন্ধের আহবান জানান বাংলাদেশ সরকারের কাছে।

এসময় বক্তব্য রাখেন হেমট্রামিক সিটির মেয়র ক্যারন মায়েস্কী, বাংলাদেশী বংশোদ্ভুত সিটি কাউন্সিলম্যান মোহাম্মদ হাসান, বিএডিসির ভাইস প্রেসিডেন্ট সালমা সুলতানা।

গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, সুপ্রভাত মেশিগানের সম্পাদক চিম্ময় আচার্য্য, বাংলা সংবাদ সম্পাদক ইকবাল ফেরদৌস, সাংবাদিক মোস্তফা কামাল, শফিকুর রহমান, তোফায়েল রেজা সোহেল, আশিকুর রহমান, ফারজানা চৌধুরী পাপড়ি, কাওছার দেওয়ান, রফিকুল হাসান চৌধুরী তুহিন,জুয়েল খান, সাহেল আহমেদ, কামরুজ্জামান হেলাল। এছাড়া হেমট্রামিক সিটির কাউন্সিলর প্রার্থী আরমানি আসাদ,কোভি লন, কমিউনিটি অ্যাক্টিভিস নাজেল হুদা, জাকির আহমেদ, আরিফ আরমান, ফ্রিল্যান্সার মিল্টন বড়ুয়া সমাবেশে বক্তৃতা করেন।

বক্তারা বলেন, রোজিনার ওপর হামলা মানে বাংলাদেশের সাংবাদিকতার ওপর হামলা। যারা সাংবাদিক রোজিনাকে হেনস্তা করেছে,তাদের বিচার করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি সাংবাদিক নির্যাতনকারী দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *