গত ৩ আগস্ট যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ‘বাংলা টাউন’ খ্যাত হ্যামট্রামিক সিটির প্রাইমারি নির্বাচনে কাউন্সিলম্যান পদে ১ হাজার ১২১ ভোট পেয়ে জয়ী হন বাংলাদেশি আমেরিকান প্রার্থী মুহিত মাহমুদ।
জয় লাভের পর মুহিত মাহমুদ বাংলা সংবাদকে বলেন, “আমি সর্বদা কমিউনিটির সেবায় নিয়োজিত ছিলাম এবং আগামিতেও থাকবো ইনশাহআল্লাহ। আপনারা যারা আমাকে আপনাদের মূল্যবান পরামর্শ এবং ভোট দিয়ে জয়ী করেছেন তাদের সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”
বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত মুহিত মাহমুদ আরো বলেন, আমার মূলধারায় রাজনীতি করার অভিজ্ঞতা এবং মেধাকে কাজে লাগিয়ে হ্যামট্রামিক বাসীর দীর্ঘদিনের অনেক চাওয়া পূরন করার জন্য সার্বিক সহযোগিতা করব।
তাছাড়া তিনি আগামীতে সঠিক নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশি কমিউনিটিকে এগিয়ে নিতে মিশিগানে বসবাসরত বাংলাদেশি আমেরিকানদের প্রতি আহবান জানান।
মুহিত মাহমুদ ছাড়াও আরেকজন বাংলাদেশি আমেরিকান আবু আহমেদ মুসা ৯৬৪ ভোট পেয়ে কাউন্সিলম্যান পদে প্রাইমারিতে নির্বাচিত জয়ী হয়েছেন। আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য চূড়ান্ত নির্বাচনে এই দুই বাংলাদেশি প্রার্থী কাউন্সিলম্যান পদে লড়বেন।