ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে মিশিগানে জন্মাষ্টমী পালিত


যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি অনুষ্ঠান ‘জন্মাষ্টমীঽ পালিত হয়েছে।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ডেট্রয়েট দুর্গা টেম্পল গতকাল(২৯ আগষ্ট) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিবসটি পালন করে।

এর আগে গত শনিবার (২৮ আগস্ট) হ্যামট্রামিক হাই স্কুল প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয় । শোভাযাত্রা শুরুর প্রাক্কালে পার্কিং লটে শ্রীকৃষ্ণের বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। পূজায় পৌরহিত্য করেন ডেট্রয়েট দুর্গা টেম্পলের প্রিস্ট পারিন্দ্র চক্রবর্তী।

বিকেল সাড়ে ৫টায় ঢাকঢোল, খোল-করতাল, কাসর ও শঙ্খ বাজিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কীর্ত্তন পরিবেশন করেন ভক্তরা। এতে শত শত মানুষ অংশ নেন। শোভাযাত্রা ঘিরে নগরীর কয়েকটি সড়কের যান চলাচল নিয়ন্ত্রণ করে হ্যামট্রামিক পুলিশ ডিপার্টমেন্ট।

ডেট্রয়েট দুর্গা টেম্পল, মিশিগান কালিবাড়ি, ইসকন ডেট্রয়েট, ইসকন ফার্মিংটন হিলসসহ মিশিগানের অন্যান্য ধর্মীয় প্রতিষ্টানগুলো জন্মাষ্টমী উপলক্ষ্যে আগামী চারদিন নানান কর্মসূচী হাতে নিয়েছে ।

উল্লেখযোগ্য কর্মসূচীর মধ্যে রয়েছে ধর্মীয় নাটক, নৌকা বিলাস, ফায়ার ওয়ার্কস, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাম সংকীর্তন, ধর্ম সম্মেলন, লীলা কীর্তন, ভগবানের বাল্যকাল নিয়ে শিশু কিশোরদের সহ আরো অনেক কর্মসূচী ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *