দিরাই-শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যুক্তরাষ্ট্র আগামী ১৯ সেপ্টেম্বর রবিবার মিশিগানের হলমিচ পার্কে এক বনভোজনের আয়োজন করতে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশের সুনামগঞ্জ জেলার দিরাই ও শাল্লা উপজেলার বাসিন্দাদের এ আয়োজনে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের সভাপতি সৈয়দ মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মুতালিব।
এ আয়োজন সফল করতে সার্বিক সহযোগিতা করছেন মোহাম্মদ ইয়ান উদ্দিন, জাইক উদ্দিন, দ্বিজিত কুমার দাশ, জিতু মিয়া, আমিরুল রহমান, শামসুল হুদা পাশা, নয়মুল চৌধুরী, স্বাধীন চৌধুরী, মোহাম্মদ জুবায়ের আহমেদ, সাব্বির আহমেদ, অপু মিয়া, আলী আহসান, আমীর হোসেন জাকির, পলাশ তালুকদার শানুর, নূরুল আমিন বদরুল, শুয়েব আহমেদ, হাবিবুর রহমান, আলী আশরাফ, মোহাম্মদ মসুদ আহমেদ, মোহাম্মদ মোমেন, কাউসার আহমেদ, রবিউল ইসলাম রবি, আনগুর মিয়া, মোহাম্মদু জুনেদ, শিহাব আহমদ, অপূর্বকান্তি চৌধুরী, মাজহারুল চৌধুরী, অঞ্জন রায়, তাহের মিয়া, মাজেদুল হক ও সুমন মিয়া।