জার্মানিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ রবিবার। এ নির্বাচনের মাধ্যমে টানা ১৬ বছর ধরে চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করে আসা অ্যাঙ্গেলা মের্কেলের উত্তরসূরি পাবে দেশটি।
২০০৫ সাল থেকে চ্যান্সেলরের দায়িত্বভার সামলেছেন অ্যাঙ্গেলা মের্কেল। তবে তিনি এবার চ্যান্সেলর পদে লড়ছেন না। নতুন চ্যান্সেলরের হাতে ক্ষমতা হস্তান্তর করে রাজনীতি থেকে বিদায় নেওয়ার কথা রয়েছে তার।
এবার নির্বাচনে চ্যান্সেলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাঙ্গেলা মের্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) থেকে দলটির বর্তমান চেয়ারম্যান আরমিন লাশেট, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) থেকে জার্মানির বর্তমান ভাইস চ্যান্সেলর এবং অর্থমন্ত্রী ওলাফ শোলজ, পরিবেশবাদী দল গ্রিন পার্টি থেকে চ্যান্সেলর পদে লড়ছেন আনালেনা বেয়ারবক।
করোনা ভাইরাস মহামারির মাঝেও ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে জার্মানিতে। প্রায় ছয় কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের প্রচার-প্রচারণা সত্ত্বেও জার্মানিতে এবারের নির্বাচনের ফল সম্পর্কে কোনো নির্ভরযোগ্য পূর্বাভাস পাওয়া যাচ্ছে না৷ জনমত সমীক্ষায় সামাজিক গণতন্ত্রী এসপিডি ও রক্ষণশীল ইউনিয়ন শিবিরের মধ্যে ফারাক অতি সামান্য৷ফলে জার্মানিতে নির্বাচনের পর জোট সরকারের রূপরেখাও স্পষ্ট হচ্ছে না৷
এমন প্রেক্ষাপটে রবিবারের নির্বাচনের ফলাফল ও তারপর সম্ভাব্য জোট সরকার গড়ার উদ্যোগ নিয়ে জল্পনাকল্পনা বাড়ছে৷ এসপিডি প্রার্থী ওলাফ শলৎস ও ইউনিয়ন শিবিরের প্রার্থী আরমিন লাশেটের হাতে সংসদের আসন সংখ্যার মধ্যে ফারাক যদি সত্যি খুব কম হয়, সে ক্ষেত্রে দুই পক্ষই সমান্তরালভাবে সরকার গড়ার লক্ষ্যে বাকিদের সঙ্গে আলোচনা চালাতে পারে বলে ধরে নেওয়া হচ্ছে৷
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাঙ্গেলা মের্কেলের উত্তরসূরির সফল হওয়ার লড়াইটি খুব কঠিন হতে পারে।