২০২২ সালে ছোট ব্যবসা প্রতিষ্ঠানে কর্মী সংকটের আশঙ্কা


যুক্তরাষ্ট্রে রেস্টুরেন্ট এবং হোটেলের মত ছোট ব্যবসা প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের ক্ষেত্রে  একটি চ্যালেঞ্জিং বছর ছিল ২০২১ সাল। সেই সাথে ২০২২ সাল নাগাদ এই ব্যবসায়ীদের জন্য কর্মী নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জিং হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

করোনাভাইরাস মহামারীতে ব্যাপকহারে কর্মী ছাঁটাইয়ের কারণে এই সংকট হয়েছে বলে সংশ্লিষ্টরা ধারণা করছে।

ভার্জিনিয়া রাজ্যের ভার্জিনিয়া বিচে হোটেলের পরিচালক জন উর্চিন মনে করেন, এই সংকট থেকে উত্তরণের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং যে সকল কর্মী এখন পুনরায় কাজ করতে চায় তাদের প্রত্যেককে কাজ করার সুযোগ করে দেয়া উচিত। একই সাথে সম্মিলিত পরিশ্রমের মাধ্যমে এই সংকটের মোকাবেলা করা সম্ভব।

তিনি আরো বলেন বলেন, ‘বর্তমানে নিয়োগের ক্ষেত্রে আমরা কিচেনে কাজ করার জন্য জোর দিচ্ছি।  যাতে করে আমাদের হোটেলের সেবা কার্যক্রম স্বাভাবিক থাকে এবং আমাদের অতিথিরা তাদের পছন্দের খাবারটি চাহিবামাত্র খেতে পারে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *