যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন (এফডিএ) এর কাছে কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধের জন্য অ্যান্টিবডি চিকিৎসার জরুরি ব্যবহারের অনুমতি চেয়েছে টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা।
বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত মঙ্গলবার অ্যাংলো-সুইডিশ ওষুধপ্রস্তুতকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, কোভিড-১৯ প্রতিরোধের জন্য তাদের এজেডডি৭৪৪২ নামে পরিচিত অ্যান্টিবডি চিকিৎসা যদি অনুমোদিত হয়, তবে যারা টিকা নেয়ার পরেও এই ভাইরাস থেকে নিরাপদ নয় তাদের দেহে এটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে।
উল্লেখ্য, এফডিএ ইতিমধ্যে আরও তিনটি অ্যান্টিবডি চিকিৎসার অনুমোদন দিয়েছে। যাদের দেহে টিকা নেওয়া পরও কোভিড-১৯ ভাইরাসটি স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে তাদের জন্য অ্যাস্ট্রাজেনেকার অ্যান্টিবডি চিকিৎসা বিকল্প ব্যবস্থা হতে পারে।