যুক্তরাষ্ট্রে বসবাসরত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব আসাদ উদ্দিন বটল গুরুতর অসুস্থ হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
আসাদ উদ্দিন বটল সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মিশিগান শাখার সাধারণ সম্পাদক ও বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউ.এস.এ -এর সহ-সভাপতি সেলিম আহমদের পিতা।
দানবীর হিসেবে পরিচিত এ রাজনীতিবিদের সুস্থতা কামনায় মিশিগান বিএনপি আগামী ১৭ অক্টোবর জোহরের নামাজের পর ভার্চ্যুয়াল প্লাটফর্মে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী।
বড়লেখা উপজেলার পূর্বজুড়ী ইউপির দক্ষিণ বড়ধামাই গ্রামের বাসিন্দা এবং নয়াবাজার ষোলপনী ঈদগাহের সভাপতি আসাদ উদ্দিন বটলের রোগমুক্তির জন্য তাঁর পরিবারের পক্ষ থেকেও দোয়ার আবেদন করা হয়েছে।
বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউ.এস.এ নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংবাদিক ব্যক্তিত্বরা তাঁর আশু আরোগ্য কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন ।