আগামী ৭ নভেম্বর, রবিবার বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক্ মিশিগানের নব নির্বাচিত কার্যকরী কমিটি (২০২১-২০২৩) এর পরিচিতি অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ওয়ারেনের গেইটস অব কলম্বাসে বিকেল ৫ টায় অনুষ্ঠিত হবে।
সভাপতি মোঃ আজমল হোসেন এবং সাধারণ সম্পাদক বাছির আহমদ (বাবুল) এর আমন্ত্রনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুক্তিযোদ্ধা সাবসেক্টর কমান্ডার সিলেট পৌরসভা ও সিলেট সদর উপজেলার সাবেক চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল এবং বিশেষ অতিথি হিসেবে সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক অধ্যাপক রানা ফেরদৌস চৌধুরী উপস্থিত থাকবেন।
উক্ত পরিচিতি অনুষ্ঠানে মনোরম সাংষ্কৃতিক সন্ধ্যা ও ডিনারের ব্যবস্থা রয়েছে এবং সবাইকে স্বপরিবারে আমন্ত্রণ জানানো হয়েছে।