সম্প্রতি সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেসবুক জানিয়েছে যে তারা ‘ফেসিয়াল রিকগনিশন’ প্রযুক্তি ব্যবহার বন্ধ করতে যাচ্ছে।
ফেসবুকে ব্যবহৃত এই প্রযুক্তি সামাজিক নেটওয়ার্কে পোস্ট করা ফটো এবং ভিডিওতে ব্যবহারকারীদের চেহারা আলাদা করে ৷
এজন্য ফেসবুক সমালোচনার সম্মুখীন হয়, কারণ অনেকেই এটিকে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তার পরিপন্থী হিসেবে মনে করেন।
ফেসবুক আরো জানিয়েছে যে, তারা সংগ্রহ করা এক বিলিয়নেরও বেশি মানুষের মুখের ছবি সম্বলিত ডেটা মুছে ফেলার পরিকল্পনা করছে। তবে, ভবিষ্যতে সেবার মান বাড়াতে ফেসবুক ‘ফেসিয়াল রিকগনিশন’ প্রযুক্তি নিয়ে কাজ করে যাবে।