চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের মিশিগানে সর্বাধিক সংখ্যক নতুন করোনাভাইরাস কেস শনাক্ত হওয়ার শিক্ষাপ্রতিষ্ঠানসহ অনেকের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং অনেক শিক্ষাপ্রতিষ্ঠান “রিমোট লার্নিং” শুরু করার সিদ্ধান্ত নিচ্ছে।
এর ধারাবাহিকতায় সংক্রমণ থেকে নিরাপত্তা ব্যবস্থা হিসাবে আগামী ১০ দিনের জন্য রেনেসাঁ হাই স্কুল তাদের ক্লাস কর্মসূচি বন্ধ ঘোষণা করেছে এবং “রিমোট লার্নিং” শুরু করতে যাচ্ছে। কর্তৃপক্ষ স্কুলের সকলকে নিয়মিত করোনাভাইরাস পরীক্ষা করার জন্য অনুরোধ করেছে এবং আগামী ২৯ নভেম্বর থেকে বিনামূল্যে “রিমোট লার্নিং” কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।
মিশিগান রাজ্যের মতে, এখানে ৪৫০ টির বেশি স্কুল রয়েছে, যার মধ্যে চলতি সপ্তাহে প্রায় ৯০ টির বেশি স্কুলে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ।
ইতিমধ্যে, নতুন স্বাভাবিকের সাথে তাল মিলিয়ে চলতে, ডেট্রয়েট পাবলিক স্কুল কমিউনিটি ডিস্ট্রিক্ট ডিসেম্বরের প্রথম ৩ শুক্রবারে “রিমোট লার্নিং” অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে।
উল্লেখ্য বিগত কিছুদিন সংক্রমণ কমে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে গিয়েছিল।