যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার মিশিগানে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির ফলে আক্রান্ত রোগীদের চিকিৎসা করা মেডিকেল কর্মীদের সহায়তার জন্য কর্মী সহায়তার দেওয়া জন্য আবেদন মঞ্জুর করেছে।
এজন্য নিবন্ধিত ডাক্তার, নার্স, এবং শ্বাসযন্ত্রের থেরাপিস্টদের নিয়ে ২২ সদস্যের দুটি দল গঠন করা হয়েছে। দল দুটি আগামী সপ্তাহে মিশিগানের হাসপাতলে আসবে এবং পরবর্তী ৩০ দিনের জন্য স্থানীয় মেডিকেল কর্মীদের সাথে রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করবে।
উল্লেখ্য মিশিগানে কোভিড-১৯ সংক্রমণ এবং হাসপাতালে ভর্তির হার কয়েক মাস ধরে ধীরে ধীরে কমে যাচ্ছিল। কিন্তু গত কয়েক সপ্তাহে তাপমাত্রা কমে যাওয়ায় সংক্রমণ আবার বাড়ছে৷
সংক্রমণের হার কমানোর জন্য মিশিগান ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ইতিমধ্যে বাসিন্দাদের টিকা নেওয়া এবং ইনডোর সমাবেশে মাস্ক পরার পরামর্শ দিয়েছে।