যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের মেট্রো ডেট্রয়েট এবং দক্ষিণ-পূর্ব অঞ্চলের দুটি কাউন্টিতে করোনাভাইরাস (কোভিড-১৯) এর নতুন ধরণ অমিক্রণ সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভাইরাস পরীক্ষার কেন্দ্রের সংখ্যা বাড়ানো হচ্ছে।
বুধবার (৫ জানুয়ারি) প্রকাশিত তথ্য অনুসারে জানা যায়, মিশিগানে গত দুই দিনে রেকর্ডসংখ্যক গড়ে ১৩,৬৭৩ জন ব্যক্তি ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাছাড়া এ রাজ্যে ৪,২৯৭ জন প্রাপ্তবয়স্ক এবং শিশু ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে। এর মধ্যে শুধুমাত্র বুধবারে ১০৭ জন শিশু ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়ে, ওয়াশটেনউ এবং লিভিংস্টন কাউন্টির স্বাস্থ্য বিভাগ কোভিড-১৯ সংক্রমণ পরীক্ষার জন্য কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করেছে। এই কেন্দ্রগুলিতে বিনামূল্যে পরীক্ষা করা যাবে, তবে অবশ্যই আগে থেকে নাম নিবন্ধন করে নিতে হবে।
উল্লেখ্য, মহামারীর শুরু থেকে মিশিগানে এ পর্যন্ত প্রায় ১.৮ মিলিয়ন ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯,৬২৪। এ রাজ্যের জনসংখ্যা প্রায় ১০ মিলিয়ন।