আফগানিস্তানকে ৩০৮ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র 


যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস আফগানিস্তানের জন্য ৩০৮ মিলিয়ন ডলার অতিরিক্ত মানবিক সহায়তা ঘোষণা করেছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)- এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রায় পাঁচ মাস আগে তালেবানদের ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তান চরম মানবিক সঙ্কটের ভিতর দিয়ে যাওয়ার কারণে এই সহায়তা ঘোষণা করা হল।

মঙ্গলবার এক বার্তায় হোয়াইট হাউসের মুখপাত্র এমিলি হর্ন বলেন, ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড)-এর মাধ্যমে আফগানিস্তানকে এই মানবিক সহায়তা করা হবে।

এই অর্থ সহায়তা আশ্রয়, স্বাস্থ্যসেবা, শীতকালীন সহায়তা, জরুরি খাদ্য সহায়তা, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সেবা প্রদানে ব্যবহার করা হবে।

আরও পড়ুন:

আফগানিস্তানে ২০ বছরের যুদ্ধে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি

আফগানিস্তান ছাড়ল সব মার্কিন সেনা, গুলি ফুটিয়ে তালেবানের উল্লাস

আফগানিস্তানের সর্বশেষ প্রদেশ নিয়ন্ত্রনে নিল তালেবান

আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা করল তালেবান

আফগানিস্তান থেকে আরো আমেরিকানদের ফিরিয়ে আনা হলো

আফগানিস্তানে আর্থিক ব্যবস্থা ‘অস্তিত্বের সঙ্কটে’ পড়েছে

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *