মিশিগানের বিভিন্ন স্থানে ১৬ জানুয়ারী পিঠা উৎসব ও মকর সংক্রান্তি উদযাপিত হয়েছে।
জানা যায়, ডেট্রয়েট শহরের দুর্গা মন্দিরে ১৬ জানুয়ারী রোববার প্রতিকূল আবহাওয়া অর্থাৎ প্রচন্ড শীত উপেক্ষা করে করোনা বিধি মেনে সকাল থেকেই ভক্তরা বাড়ী থেকে পিঠা নিয়ে মন্দিরে আসেন।
মন্দিরের পূজার পর পিঠা উৎসব ও মকর সংক্রান্তি নিয়ে আলোচনা করেন বক্তারা। এরপর মন্দিরের হল রুমে পিঠা প্রদর্শন ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভক্তরা রকমারী স্বাদের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন ধরণের পিঠা নিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হ্যামট্রামিক সিটির নব নির্বাচিত মেয়র আমীর গালিব।

উপস্থিত সবাই পিঠার স্বাদ নেন। চার সদস্যের এক বিচারকমন্ডলী পিঠা উৎসবে অংশ গ্রহণকারীদের আনা পিঠার স্বাদ, মান, পরিমাণের উপর ভিত্তি করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করেন।
প্রথম পুরষ্কার পান লাভলী রানী দাশ, দ্বিতীয় পুরষ্কার অনুপমা দাশ চৌধুরী ও তৃতীয় পুরষ্কার পান মিনতি চৌধুরী।
এছাড়াও সকল অংশগ্রহণকারীকে মন্দিরের পক্ষ থেকে একটি করে শাড়ী দেয়া হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পার্থ দেব, উজ্জল সুত্রধর ও সুব্রত ধর।
এদিকে ওয়ারেন সিটির শিব মন্দিরে ১৬ জানুয়ারী দুপুরে পিঠা উৎসব ও মকর সংক্রান্তি উদযাপিত হয়েছে। মন্দিরের ভক্তরা পিঠা নিয়ে মন্দিরে আসেন। অংশ গ্রহণকারীদের মধ্যে প্রতিযোগিতার পর পুরষ্কার বিতরণ করা হয়। পিঠা উৎসব উপলক্ষ্যে মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
এছাড়াও ওয়ারেন সিটির কালী মন্দিরে ১৬ জানুয়ারী দুপুরে পিঠা উৎসব ও মকর সংক্রান্তি উদযাপন করা হয়েছে।