যুক্তরাষ্ট্রের মিশিগানের দক্ষিণ-পশ্চিম এলাকার স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের ভোটের মাধ্যমে কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
স্কুলের শিক্ষার্থীদের অভিভাবক এবং কর্মীরা ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত মাস্কের পক্ষে ভোট দিয়েছে। মোট ১,০৪১ ভোটের মধ্যে প্রায় ৫৮ শতাংশ মাস্কের পক্ষে ভোট দিয়েছে।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি থেকে এই এলাকার স্কুলগুলোতে অনলাইনে ক্লাস শুরু হয়েছে।