বিয়ানীবাজারের উদীয়মান তরুণ কবি ফাহমিদ তুহিন’র প্রথম কাব্যগ্রন্থ ‘আগুনের নদী’ বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।
স্বদেশ সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যোগে ৪ঠা মার্চ (শুক্রবার) সন্ধ্যা ৭টায় বিয়ানীবাজার পৌরশহরের স্থানীয় এক অভিজাত রেস্টুরেন্টের সভাকক্ষে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
‘আগুনের নদী’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তাগণ বইটির ভূয়সী প্রশংসা করে এর লেখক ফাহমিদ তুহিন’কে উৎসাহ প্রদান করেন এবং আগামীতে আরো বেশি সাহিত্য চর্চার আহবান জানান।
স্বদেশ সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ ফয়ছল আহমদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর।
পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ হোসেন খান ও সাংবাদিক সুফিয়ান আহমদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ তারিকুল ইসলাম
পরিষদের সাবেক সভাপতি লুৎফুল হক চৌধুরী ফাহিমের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কবি ও গল্পকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক ফারুক, স্বদেশ সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাবেক সভাপতি কবি ও গবেষক মোহাম্মদ ফয়জুর রহমান, শেখ ওয়াহিদুর রহমান একাডেমির অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরী, দাসউরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজির উদ্দিন আনসার ও বর্তমান প্রধান শিক্ষক আতাউর রহমান, বিয়ানীবাজার সোসাল অর্গানাইজেশনের সভাপতি শাহাব উদ্দিন মাওলা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমান, স্বদেশ সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাবেক সভাপতি শিক্ষক সেলিম উদ্দিন ও সহ সভাপতি কবি ওয়ালি মাহমুদ বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের সভাপতি আব্দুল ওয়াদুদ, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্রাচার্য, বিয়ানীবাজার জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কান্তি তালুকদার, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি এডভোকেট আমান উদ্দিন, গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ, শিক্ষক ললিত মোহন বিশ্বাস, ছাতক উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল আজাদ, কবি ফাহমিদ তুহিন।
আয়োজিত অনুষ্ঠানে বিয়ানীবাজারের সাংবাদিক, শিক্ষক, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রবাসী ফাহমিদ তুহিন দেশে থাকাকালীন অবস্থায় কবিতা লেখায় জড়িয়ে নেন নিজেকে। প্রবাসে গিয়েও তিনি এর ধারাবাহিকতা বজায় রাখেন। সম্প্রতি তিনি দেশে এসে বই প্রকাশের উদ্যােগ নেন। তার কাব্যগ্রন্থের “প্রচ্ছদ” তৈরী করেছেন দেশের খ্যাতিমান চারুশিল্পী চারু পিন্টু এবং তার গ্রন্থটি প্রকাশিত হয়েছে দেশের স্বনামধন্য প্রকাশনী প্রতিষ্ঠান “জোনাকী প্রকাশনী”। বর্তমানে অমর একুশে বই মেলার ১৬৭-১৭০ এই চারটি স্টলে ফাহমিদ তুহিনের “আগুনের নদী” বইটি পাওয়া যাচ্ছে। এছাড়াও অনলাইন ভিত্তিক রকমারিতেও বইটি পাওয়া যাচ্ছে।