বাঁশকে জৈব জ্বালানীতে পরিণত করা সম্ভব: গবেষণা


সম্প্রতি গবেষকরা বাঁশকে জৈব জ্বালানীতে পরিণত করার উপায় খুঁজে পেয়েছেন, যা ভবিষ্যতে শিল্প কারখানায় শক্তির বিকল্প উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ওরচেস্টার পলিটেকনিক ইনস্টিটিউট (ডব্লিউপিআই)-এর এক দল গবেষকদের গবেষণায় দেখা যায়, বাঁশের রাসায়নিক গুনাগুণের কারণে এর থেকে জৈব জ্বালানি তৈরি করা সম্ভব।

উল্লেখ্য, বাঁশ ঘাস পরিবারের বৃহত্তম সদস্য এবং সাধারণত একত্রে গুচ্ছ হিসেবে জন্মায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *