ফ্রঙ্কোফোনি উৎসব ২০২২: ‘মাইনর ম্যাটারস’ পরিবেশিত


ফ্রঙ্কোফোনি উৎসব ২০২২ উপলক্ষে আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার  আয়োজনে এবং ‘প্রো হেলভেশিয়ার’ সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির  জাতীয় নাট্যশালায় গত ১৮ র্মাচ  সন্ধ্যায় সুইজারল্যান্ডের নাট্যকার, অভিনেতা ও নির্দেশক পিটার রিনডার্কনেস্ট এর ‘মাইনর ম্যাটারস’ শিরোনামের একটি চমৎকার ভন্নির্ধমী  গল্পবলিয়ে মঞ্চাভিনয় পরিবেশিত হলো ।

ফ্রঁসেজ দ্য ঢাকার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‘মাইনর ম্যাটারস’-এর গল্প একজন কৃষককে কেন্দ্র করে। সে ক্ষেত-খামার সামলাতো ও গৃহপালিত পশুর যত্ন নিতো। এসব নিয়েই তৃপ্ত ছিল। কিন্তু হঠাৎ তার মনে হলো, কী যেন নেই! উদয়াস্ত জীবন তার বড় নিস্তরঙ্গ। তাই এক শনিবার সন্ধ্যায় সে নিজ শহরে যায়। সেখানে হৃৎকমলের নারীর সঙ্গে ঘর বাঁধে। এতদিনে জীবন যেন সুখী ও সম্পূর্ণ মনে হলো তার। কিন্তু শূন্যতার ভেতর যেমন অঙ্কুরিত হয় কবিতা, ঠিক তেমনই সবকিছু ভেঙে পড়ে আবার।

সুইজারল্যান্ডের নাট্যকার, অভিনেতা ও নির্দেশক পিটার রিনডার্কনেস্ট প্রায় ৩৫ বছর ধরে মঞ্চে কাজ করছেন। তার ঝুলিতে আছে ৩০-এর বেশি নাট্য প্রযোজনা।

প্রতিবছর ২০ মার্চ সারা পৃথিবীর ফরাসি ভাষা ব্যবহারকারী দেশগুলো আন্তর্জাতিক ফ্রাঙ্কোফোনি দিবস উদযাপন করে থাকে। আন্তর্জাতিক ফ্রাঙ্কোফোনি সংস্থা গঠন করা হয় ১৯৭০ সালে। বর্তমানে ৩২টি দেশের রাষ্ট্রভাষা ফরাসি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *