লোককথা রূপকথা ছুটাও ঘোড়া যথাতথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন


ডা. আব্দুল মজিদের সম্পাদিত ‘লোককথা রূপকথা ছুটাও ঘোড়া যথাতথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। বুধবার রাত আটটায় সিলেট নগরের অভিজাত একটি রেস্তুরাঁর হল রুমে এ গ্রন্থের মোড়ক উন্মোচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মাইমুল আহসান খান। জালালাবাদ কবি ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।

লেখক ও কলামিস্ট আফতাব চৌধুরীর সভাপতিত্বে ও আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আবু আসাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন অধ্যক্ষ কবি কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিকিৎসক ও কথাসাহিত্যিক ডা. আব্দুল হাই মিনার।

জালালাবাদ কবি ফোরামের সভাপতি সিদ্দিক আহমদের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন গল্পকার সেলিম আওয়াল, কবি বাছিত ইবনে হাবিব, জসিম আল ফাহিম, কবি কেজে লিপি, আলীম উদ্দিন আলীম, আইনজীবী আব্দুস সাদেক লিপন, তাসলিমা খানম বিথী, ডা. হাফিজুর রহমান, লিপি খান, ক্রীড়া সংগঠক সেলিম উদ্দিন, ভ্রমন লেখক মোয়াজ আফসার, আবির মোহাম্মদ মুমিত, কবি এমদাদ, উদ্দীপ্ত সিলেটের সভাপতি আবিদ কাওসার প্রমূখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *