চুলের চৌকিদার থেকে দেশের চৌকিদার


আন্তর্জাতিক ডেস্ক :: চলছে ভারতের লোকসভা নির্বাচন। এমন সময়ে গতকাল সোমবার বিজেপিতে যোগ দিলেন দেশটির বিশিষ্ট হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব।

দলটিতে যোগ দিয়ে দেশটির গণমাধ্যমকে তিনি বললেন, ‘আজ (সোমবার) পর্যন্ত চুলের চৌকিদারি করতাম। এবার দেশের চৌকিদার হলাম।’

প্রধানমন্ত্রী মোদির প্রশংসাও করলেন তিনি। বললেন, ‘গত ৫ বছরে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে দেশে পরিবর্তন লক্ষ্য করার মতো। বিজেপিতে যোগ দিতে পেরে আমি খুশি। আমার মনে হয়, নিজের কাজ সম্পর্কে কারোর লজ্জা পাওয়া উচিত নয়। দেশের প্রধানমন্ত্রী একজন চাওয়ালা হিসেবে গর্ব করেন। আমিও নাপিত হিসেবে তাই গর্বই করি।’

ভারতে ৫৫০টিরও বেশি পার্লার রয়েছে জাভেদ হাবিব ব্র্যান্ডের। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় হেয়ার স্টাইলিস্টদের মধ্যে অন্যতম হাবিব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *