৬ মাস পর মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরলেন চীনা নভোচারীরা


চীনের নতুন উচ্চাকাঙ্ক্ষী মহাকাশ কর্মসূচির মিশনে ছয় মাস অবস্থান করার পর শনিবার (১৬ এপ্রিল) তিনজন চীনা নভোচারী পৃথিবীতে ফিরে এসেছেন।

“সেনজাও-১৩” নামের মহাকাশ ক্যাপসুলটি মঙ্গোলিয়ার উত্তরাঞ্চলের গোবি মরুভূমিতে সফলতার সঙ্গে অবতরণ করে।

তিন নভোচারীর মধ্যে দুই জন পুরুষ আর একজন নারী। তারা হলেন ঝাই ঝিগাং, ইয়ে গুয়াংফু ও ওয়াং ইয়াপিং।

এসোসিয়েটেড প্রেস (এপি) এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *