যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ইউক্রেনীয় শরণার্থীদের জন্য একটি প্রোগ্রাম চালু করার প্রস্তুতি নিচ্ছে।
এই প্রোগ্রাম যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে আসা ইউক্রেনীয়দের যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে আসা ১০০,০০০ শরণার্থীকে বিভিন্ন আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুনর্বাসনের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতির ভিত্তিতে এই প্রোগ্রাম ঘোষণা করা হয়।
উল্লেখ্য, এই ঘোষণার পর দুই সপ্তাহের বেশি সময় অতিবাহিত হলেও বাইডেন প্রশাসন এখনও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে ইতিমধ্যে শত শত ইউক্রেনীয়রা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে।
আরো পড়ুন