নদীতে মাছের মজুদ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌ পুলিশের সদস্যরা হালদা নদীতে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত করেছে।
এর আগে আঞ্চলিক সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে নৌ পুলিশের একটি দল রবিবার সকালে বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে পালন করা প্রায় ১০ হাজার পোনা উদ্ধার করে।
পরে মাছের পোনা নদীতে ছেড়ে দেওয়া হয়।
এর আগে রাউজান উপজেলার কচুখাইন এলাকা থেকে নৌ-পুলিশের দল মাছ ধরার জাল ও রেনু পোনাসহ পরিত্যক্ত নৌকা জব্দ করে।