মৌলভীবাজারে পল্লী বিদ্যুৎ এর মামলায় ভিক্ষুক কারাগারে


মশাহিদ আহমদ :: মৌলভীবাজারে ২নং মনুমুখ ইউনিয়নের পশ্চিম সাধুহাটি (পংমদপুর) গ্রামের শারিরিক প্রতিবন্ধী ( ভিক্ষুক) হান্নান মিয়া পল্লী বিদ্যুৎ এর বিল ( ১৯ মাস, মার্চ ২০১৪- সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত) বকেয়া থাকার অপরাধে কারা বরণ করছেন। গত ২৩ মার্চ মৌলভীবাজার মডেল থানার এস.আই আবু সাইদ তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে ১নং আমলী আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। জানা গেছে- প্রতিবন্ধী হান্নান মিয়া এবং প্রতিবেশী কুসুম বেগম উভয়েই একই বিদ্যুৎ এর মিটার ব্যাবহার করবেন শর্ত হান্নান মিয়া নামে মিটার আনেন এবং মাস শেষে হান্নান বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য কুসুম বেগমের কাছে ১০০টাকা জমা দেন। কুসুম বেগম বিদ্যুৎ বিল পরিশোধ করছেন কী না সেই বিষয়ে তিনি অবগত ছিলেন না কিংবা পল্লী বিদ্যুৎ থেকে তাঁর কাছে কোনো নোটিশ আসেনি। নোটিশ না দিয়েই কখন কিভাবে মামলা হয়েছে সে বিষয়ে কিছুই জানেন না। এলাকার একাধিক লোকজন জনান- নিরপরাধ প্রতিবন্ধীকে অন্যায় ভাবে কারাভোগ করতে হচ্ছে আমরা এর সঠিক বিচার চাই। মৌলভীবাজার পল্লীবিদ্যুতের ডিজিএম মোঃ মোখলেছুর রহমান বলেন- বকেয়া বিল (১৯মাস) আদায়ের জন্য গ্রাহক হান্নান মিয়াকে নোটিশ, উকিল নোটিশ প্রদানসহ অফিসিয়াল সকল নিয়ম মেনেই মামলা করা হয়েছে। তিনি আরো বলেন, আমি নতুন এসছি। বিষয়টি অনেক আগের তাই এব্যাপারে সঠিক কিছু বলতে পারব না।