মৌলভীবাজারে বন্দুক যুদ্ধে’ মাদক ব্যবসায়ী জিতু নিহত “আহত ৩ পুলিশ”


স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারে পুলিশ মাদক ব্যবসায়ীর সংঘর্ষে মাদক ব্যাবসায়ী জিতু নিহত এবং ৩ পুলিশ সদস্য আহত হয়েছে।

আজ দুপুরে সদর উপজেলার রায়শ্রী এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, মৌলভীবাজারের চিহ্নিত মাদক ব্যবসায়ী জিতু এবং শিফন সদর উপজেলার রায়শ্রী এলাকার একটি আস্তানায় অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে এই তথ্য পেলে ডিবির একটি দল তাদের ঘেরাও করে।  এ সময় তারা দেশীও অস্ত্র নিয়ে পুলিশের উপর আক্রমন করে। এতে এসআই সহ ৩ পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে ইয়াবা ব্যবসায়ী মুহিবুর রহমান জিতু  (২৬) গুরুতর আহত হয়, জিতুকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার থাকে মৃত ঘোষনা করেন। বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়। 
নিহত জিতু বিরাইমাবাদ এলাকার ফরকিত উল্লার ছেলে।

পুলিশ ঘটনা স্থল থেকে মাদকসহ অস্ত্র উদ্ধার করেছে।
আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই মুবিন উল্লাহ, কনষ্টেবল দবির আহম ও  সোহেল মিয়া।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম  জানান, জিতু জেলার সবচেয়ে বড় মাদক ব্যাবসায়ী তার বিরুদ্ধে ১০/১২ টি মাদক মামলা এবং ১ টি অস্ত্র মামলা রয়েছে। সে খুবই হিংস প্রকৃতির মানুষ ছিল।

জিতু কিছু দিন আগেও ১৫০ পিস ইয়াবাসহ আটক হয় পরে জামিনে মুক্ত হয়ে আবার মাদক ব্যবসায় ফিরে যায়।