কেমন হবে আইফোন ১১?


ডেস্ক রিপোর্ট :: দেখতে কেমন হবে আইফোন ১১? প্রশ্নটা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা মিলছে হারহামেশাই। ‍সম্প্রতি উত্তর দেয়ার চেষ্টা করেছে ভারতীয় ব্লগ ‘ক্র্যাশকারো’ ও ওয়েবসাইট ‘অনলিকস’।

দুই প্রতিষ্ঠানের মিলে তৈরি করা আইফোন ১১ ও আইফোন ১১ ম্যাক্সের ডামিতে দেখা গেছে এগুলোর পেছনে থাকবে ট্রিপল লেন্সের ক্যামেরা সেটআপ। ডিভাইস দুটির পুরুত্ব হবে ৮ দশমিক ১ মিমি। ডিভাইসগুলোতে থাকবে নচ, বেজেল, স্টিল ফ্রেম, লাইটেনিং কানেক্টর ও ভলিউম বাটন।

অ্যাপলের খবর ফাঁসকারী হিসেবে পরিচিত নিরাপত্তা বিশ্লেষক মিং চি কু জানিয়েছেন, আইফোনের নতুন ডিভাইসের পেছনে থাকবে দুটি ক্যামেরা। আগামী সেপ্টেম্বরে আইফোন ১১, আইফোন ১১ ম্যাক্স ও আইফোন ১১ আর ফোনের দেখা মিলতে পারে। এর সঙ্গে ঘোষণা আসতে পারে অ্যাপল ওয়াচ সিরিজ ৫ এর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *