শ্রীমঙ্গলে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ


শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সামাজিক ও শিশু সংগঠন শ্রীমঙ্গল ফুলকুঁড়ি সোসাইটির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরের কলেজ সড়কের দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ বিতরণের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মো. এনাম হোসেন চৌধুরী মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম রুম্মনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আশরাফুজ্জামান সিনিয়র সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ডা. হরিপদ রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদার।

এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিনয় পাল, সহকারী শিক্ষক সমিতির সভাপতি রহিমা বেগম প্রমুখ।

এ সময় ১ম, ২য় ও ৩য় শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারীদের মধ্যে এ ব্যাগ বিতরণ করা হয় ৷