‘ফণি’ মোকাবিলায় প্রস্তুত কক্সবাজার


ডেস্ক রিপোর্ট :: বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। নিয়ন্ত্রণ কক্ষের পাশাপাশি উপকূলীয় অঞ্চলে ৪ নম্বর সর্তক সংকেত জারি করা হয়েছে।বুধবার বিকেলে জেলা প্রশাসনের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।কক্সবাজারের ভারপ্রাপ্ত ডিসি মো. আশরাফুল আবছার জানান, দূরবর্তী হুঁশিয়ারি সতর্ক সংকেত থাকায় সাগরে মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।ডিসি আশরাফুল জানান, সব ইউএনও’দের নির্দেশনা দেয়া হয়েছে। ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোকে সতর্ক রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোকেও।আশরাফুল আবছার আরো জানান,  আবহাওয়া অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ফণি বুধবার দুপুরে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ২৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দরথেকে এক হাজার ৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।