যে ১৫টি পাসওয়ার্ড সবচেয়ে বেশি হ্যাক হয়


ডেস্ক রিপোর্ট :: সবকিছুতেই এখন পাসওয়ার্ডের ব্যবহার। ইলেক্ট্রনিক ডিভাইস বা অনলাইনভিত্তিক যেকোনো আইডির ক্ষেত্রে পাসওয়ার্ডই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু সেটাতেই কম গুরুত্ব দেয় বেশিরভাগ মানুষ। তারা অনেক সময় ভুলে যায়, হ্যাক হলেই সব শেষ! তবে খানিকটা সচেতন হলেই হ্যাকিং থেকে রক্ষা পাওয়া সহজ।

লাখ লাখ মানুষ এমন কিছু পাসওয়ার্ড ব্যবহার করেন, যা তার আইডি বা ডিভাইসের নিরাপত্তা দিতে পারে না। সম্প্রতি যুক্তরাজ্যের সাইবার সার্ভে নামের একটি প্রতিষ্ঠান ১৫ টি পাসওয়ার্ড প্রকাশ করেছে, যেগুলো ব্যবহার করলেই হ্যাক হওয়ার আশঙ্কা থাকে অনেক বেশি। প্রতিষ্ঠানটির গবেষণায় দেখা গেছে, বিশ্বের ২ কোটি ৩২ লাখ হ্যাকের শিকার ভুক্তভোগী তাদের অ্যাকাউন্টে পাসওয়ার্ড হিসেবে (123456) সংখ্যাটি ব্যবহার করেছেন। এটিই এখন সবচেয়ে বেশি হ্যাক হওয়া সহজ পাসওয়ার্ড।

এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে হ্যাকিংয়ের কবলে পড়তে হয় এ পাসওয়ার্ডগুলো ব্যবহার করলেও- 123456789, qwerty, Password, 1111111, Ashley, Michael, Daniel, Andrew, Joshua, Justin, Jessica, Jennifer, Anthony, Charlie।