মৌলভীবাজারে কৃষকদের মধ্যে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ


মশাহিদ আহমদ :: সরেজমিন গবেষণা বিভাগ, সিলেট এর তত্তাবধানে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট উদ্ভাবিত বারি শক্তি চালিত ভুট্টা মাড়াই যন্ত্র প্রণোদনা ও রাজস্ব কর্মস‚চীর আওতায় মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় ভুট্টা চাষিদের মধ্যে বিতরণ করা হয়েছে। ভুট্টা চাষিদের মধ্যে মাডাই যন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ম‚খ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – উপ পরিচালক ড. মোঃ কাজী লুৎফুল বারী। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল তার বক্তব্যে যন্ত্রের ব্যাবহার এবং সাবধানতা নিয়ে বিস্তারিত ভাবে ব্যাখ্যা দেন এবং তিনি আরো বলেন ভুট্টা চাষে আধুনিক এ মাড়াই প্রযুক্তি সংযুক্ত হওয়ার কারনে উৎপাদন খরচ কমবে এবং সিলেট অ লে আগামীতে ভুট্টা চাষ ব্যাপক পরিসরে বৃদ্ধি পাবে।