ঘূর্ণিঝড় ফণি মোকাবিলায় প্রস্তুত লালমোহন


ডেস্ক রিপোর্ট :: ঘূর্ণিঝড় ফণি মোকাবিলায় ভোলার লালমোহন উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।ইউএনও হাবিবুল হাসান রুমি বলেন, এরই মধ্যে উপজেলার বিভিন্ন ইউপি ও উপকূল অঞ্চলের ৮০ টি আশ্রয়ণ প্রকল্প প্রস্তুত রাখা হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সিপিপি স্বেচ্ছাসেবকরা প্রচার প্রচারণা শুরু করেছে। উপজেলা প্রশাসনের সব কর্মকর্তা ও কর্মচারীরা প্রস্তুত রয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস বলেন, উপজেলা পর্যায়ে মনিটরিং টিম ও মেডিকেল টিম গঠন করা হয়েছে। সবাইকে নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে। চরাঞ্চলে যারা আছে তাদেরকে নিরাপদে আনতে স্ব-স্ব ইউপি চেয়ারম্যানদেরকে বলা হয়েছে। প্রত্যেক মসজিদের ইমামদেরকে বলে দেয়া হয়েছে ঘূর্ণিঝড় ফণির আঘাত থেকে রক্ষা পেতে মসজিদের মাইকে বলার জন্য। গবাদী পশু নিরাপদ স্থানে (মাটির কেল্লায়) নিরাপদে আনার জন্য বলা হয়েছে। এছাড়াও খাদ্য মজুদ করা হয়েছে বলেও জানান তিনি।লালমোহন উপজেলা ঘূর্ণিঝড় বাস্তবায়ন কর্মসূচি (সিপিপি) মুন্সি নূর মোহাম্মদ বলেন, আবহাওয়া অধিদফতরের সংকেত অনুযায়ী ভোলায় ৭ নম্বর সতর্ক সংকেত চলছে। আমরা সিপিপি স্বেচ্ছাসেবকদেরকে প্রস্তুত রাখছি।লালমোহন হাসপাতালের আরএমও ডা. মো. মহসিন বলেন, হাসপাতাল থেকে মেডিকেল টিম গঠন করা হয়েছে। ঘূর্ণিঝড়ে কোনো স্বাস্থ্য সেবার প্রয়োজন হলে তাৎক্ষণিক সেবা প্রদান করা হবে।