মিশিগানে গাড়ি বীমা হার পরীক্ষার নির্দেশ দিয়েছেন গভর্নর হুইটমার


মিশিগান গভর্নর গ্রেসেন হুইটমার বীমা এবং আর্থিক পরিষেবা বিভাগকে গাড়ি বীমা হার পরীক্ষা এবং একটি প্রতিবেদন তৈরি করার আদেশ দিয়েছেন।গভর্নর অফিস অনুযায়ী পরীক্ষাটি রাজ্যের গাড়ি বীমা হারের বিভিন্ন দিক তুলে ধরবে। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ গাড়ি বীমা হার বর্তমানে মিশিগানে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে চালকরা অন্যান্য রাজ্য থেকে মিশিগানে দ্বিগুণ পরিমাণ অর্থ প্রদান করে থাকে।একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, কিছু সীমাবদ্ধতা সহ বীমা কারীরা হার নির্ধারণ করতে নন ড্রাইভিং সহায়ক গুলো ব্যবহার করতে পারে। এসব শিক্ষা, বাড়ির মালিকানা, পেশা, ক্রেডিট স্কোরিং এবং কিছু ক্ষেত্রে লিঙ্গ এবং বৈবাহিক অবস্থার অন্তর্ভুক্ত হতে পারে।“গাড়ি বীমা ন্যায্য এবং যুক্তিসঙ্গত হতে হবে,” হুইটার অন্য একটা বিজ্ঞপ্তিতে বলেন।পরীক্ষার সময় ডি.আই.এফ.এস শনাক্ত করবে যে তারা কোন নন ড্রাইভিং ফ্যাক্টরগুলো ব্যবহার করছে এবং কিভাবে তাদের প্রয়োগ করা হচ্ছে। তারপর ভোক্তাদের সুরক্ষিত থাকা নিশ্চিত করার জন্য আইন বা অন্যান্য নিয়ম প্রণয়নের সুপারিশ গুলো তৈরি করবে। হুইটারের কার্যালয় জানায় , বিভাগটি শীঘ্রই পরীক্ষা শুরু করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব প্রতিবেদন তৈরি করবে।