একান্তে রাহুল-সায়নী! কিন্তু কেন?


বিনোদন ডেস্ক :: পেশায় শেফ। তার হাতে নাকি জাদু আছে। হাতে আছে জাদু কড়াই। তিনি অর্থাৎ রাহুল বন্দ্যোপাধ্যায়। তাকে আবার চুমু খেলেন সায়নী দত্ত। তারপর? আর এ সব কাণ্ড হচ্ছেই বা কোথায়?

এ হেন রাহুল-সায়নীকে ফ্রেমবন্দি করেছেন মেঘদূত রুদ্র। টেলিভিশনের জন্য এই ছবি তৈরি করছেন তিনি। নাম ‘জাদু কড়াই’।

চিত্রনাট্য অনুযায়ী, বিক্রম সেন জমিদার বংশের ছেলে। কিন্তু সেই জমিদারী এখন আর নেই। কলকাতায় ঐতিহাসিক সংগ্রহশালায় অ্যাকাউটেন্ট হিসেবে কাজ করেন বিক্রম। তবে রান্নার খুব শখ। তাই রেস্তোরাঁ খুলতে চান। রান্নাকে কেন্দ্র করেই এরপর বিক্রমের জীবনে অনেক কিছু ঘটে যায়। এই চরিত্রে রয়েছেন রাহুল।

সায়নীর চরিত্রের নাম রূপসা আরিফ। চিত্রনাট্য অনুযায়ী, বিক্রমের লভ ইন্টারেস্ট। এ ছাড়া জয়দীপ কুণ্ডু অভিনয় করছেন এক মাড়োয়ারি ভিলেনের চরিত্রে। অভিনয় করবেন অমিত সাহাও। আর কিছুদিনের মধ্যেই টেলিভিশনে দেখা যাবে এই ছবি।