শিক্ষাবিদ আফজাল সৈয়দ মুন্না এন.ই.ইউ এর প্রতিনিধি নির্বাচিত


লন্ডন প্রতিনিধি :: বিজনেস এন্ড ম্যানেজমেন্ট এর লেকচারার শিক্ষাবিদ আফজাল সৈয়দ মুন্না ন্যাশনাল এডুকেশন ইউনিয়ন (এনইইউ) এর বার্কিং এন্ড ডাগেনহ্যাম ডিষ্টিকের ইনডিপেনডেন্ট স্কুল রিপ্রেজেনটেটিভ (প্রতিনিধি) নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি তাঁকে এই এলাকা থেকে বাছাই করা হয়। বিভিন্ন কলেজে অধ্যাপনার পাশাপাশি আফজাল সৈয়দ মুন্না বৃটেনের লিবারেল ডেমক্রেট পার্টির নিউহ্যাম-বার্কিং এন্ড ডাগেনহ্যামের নির্বাহি কমিটির সদস্য, এর বাইরে তিনি রেস ইকুয়্যালিটির একজন ক্যাম্পেইনারও । আসছে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে ডাগেনহ্যাম এন্ড রেইনহ্যাম আসনের লিবারেল ডেমক্রেট পার্টির সম্ভাব্য প্রার্থী। বাথ ইউনিভারসিটিতে পিএইচডিরত গবেষক আফজাল সৈয়দ মুন্না শিক্ষার উন্নয়ন ও এর সাথে সকলের সম্পৃক্ত করনের উপর কয়েক বছর যাবত কাজ করে আসছেন। বিশেষ করে এশিয়া ও আফ্রিকার অনুন্নত দেশগুলোর দারিদ্রতা এবং শিক্ষার ভ‚মিকার উপর কাজ করে যাচ্ছেন। এনইইউ এর প্রতিনিধি নির্বাচিত হওয়ার মাধ্যমে বার্কিং এন্ড ডাগেনহ্যামের প্রতিটি শিক্ষাপ্রতিষ্টানে সহযোগীতা ও পরামর্শ প্রদানের অঙ্গিকার ব্যক্ত করেন ।