মৌলভীবাজারে অবৈধ ব্যবসায়ীর দখলে ফুটপাথ


মশাহিদ আহমদ :: মৌলভীবাজারে সড়কের ওপরই দোকান। এ নিয়ে বিড়ম্বনার শেষ নেই সড়কে চলাচলকারীদের। কিন্তু এ সমস্যার নেই স্থায়ী সমাধান। রমজানকে সামনে রেখে যানজট নিরসনে তৎপর হয় স্থানীয় প্রশাসন। তাদের এমন উদ্যোগে সপ্তাহ দিন মিলে কিছুটা স্বস্তি। তারপর আবার যেই সেই। আর এর সুবাদেই অবৈধ দখলে সড়কগুলোর আয়তন দিন দিন ছোট হচ্ছে। জেলার প্রধান সড়কগুলোর গা-ঘেঁষেই দোকানঘর। ছোট ছোট ব্যবসায়ীর দখলে ফুটপাথ। এ কারণে সার্বক্ষণিক লেগে থাকা যানজটে জনদুর্ভোগ। প্রতিনিয়ত এমন দুর্ভোগে জনগণ নাকাল হলেও নেই কোন প্রতিকার। বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বাধা না থাকায় দিন দিন বাড়ছে সড়কের ওপর এ সব অবৈধ দোকান। জেলা শহরের মতো প্রতিটি উপজেলা শহর ও হাট বাজারগুলোতেও প্রতিদিনই দেখা যায় এমন দুর্ভোগের দৃশ্য। জেলা ও উপজেলা শহরে পুলিশ দিয়ে দায়সার দায়িত্ব পালনের চেষ্টা অব্যাহত রাখলেও তাতে কোন কাজই হচ্ছে না। অভিযোগ উঠেছে সড়কের জায়গায় যারা দোকান দিয়ে ব্যবসা করেছেন তারা সংশ্লিষ্ট কর্তাদের মাসোয়ারা দিয়েই এ অবৈধ দখলদারিত্ব চালিয়ে যাচ্ছেন। যারা এ বিষয়টি দেখভাল করবেন তাদের ম্যানেজ করায় এ অবৈধ দখলদারিত্ব বেশ দীর্ঘদিনের। সরেজমিন গিয়ে দেখা যায়- মৌলভীবাজার শহরের টিসি মার্কেট সংলগ্ন এলাকায় রাস্থায় অবৈধ ভাবে খাঁচা দিয়ে পোলট্রি মোরগের ব্যবসার কারনে আলী আজমদ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ পথচারীরা দুর্গদ্ধের কারণে নিরাপদে চলাচল করতে পারছেনা। এ নিয়ে স্থানীয় এলাকাবাসী একাধিকবার জেলা প্রশাসক ও পৌর কর্তৃপক্ষের কাছে এসব জনভোগান্তি ও অবৈধ স্থাপনা উচ্ছেদের আবেদন জানানো হলে মাঝে মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেন অভিযান হলেও কার্যকরী কোন প্রদক্ষেপ গ্রহণ করা হয়নি। শহরের গুরুত্বপ‚র্ণ পয়েন্টগুলোতে দেখা গেছে সড়কের উপরেই অবৈধ দোকান থাকায় বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনা। নষ্ট হচ্ছে পরিবেশ। আর এ কারণেই এখন চরম যানজটের কবলে মৌলভীবাজার শহর। একই ভাবে শহরের কুসুমবাগে, শমসেরনগর রোডে, চাঁদনীঘাটে, কোর্ট পয়েন্টে, বাজার টার্নিং পয়েন্টে, শ্রীমঙ্গল ও ঢাকাগামী সড়কে যানজট অনেকটাই নিত্যসঙ্গী। মৌলভীবাজার থেকে শেরপুর, সিলেট, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া, জুড়ী ও বড়লেখা শহরেরও যাতায়াতের প্রধান সড়কেই এমন অবস্থা চলমান রয়েছে। প্রতিটি উপজেলার প্রধান সড়ক লগোয়া হাট বাজারগুলোতে যানজট যেন তাদের নিত্যদিনের সঙ্গী।