পরিসংখ্যানে বাংলাদেশ আয়ারল্যান্ড ম্যাচ


ক্রীড়া ডেস্ক :: ত্রিদেশীয় সিরিজে নিজেদের ২য় ম্যাচে বৃহস্পতিবার আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টিম বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে জায়ান্ট উইন্ডিজকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে টিম টাইগার্স।

অপরদিকে উইন্ডিজের বিপক্ষে বড় ব্যাবধানে হেরে পয়েন্ট টেবিলের সঙ্গে আত্মবিশ্বাসের তলানীতে আইরিশরা। 

বৃহস্পতিবার ডাবলিনের ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে দুই দলের লড়াই। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের গাজী টিভি ও মাছরাঙ্গা টিভি। 

মাঠের লড়াইয়ের আগে দেখে নেয়া যাক বাংলাদেশ-আয়ারল্যান্ডের বিগত বছরের পরিসংখ্যান।

২০০৭ থেকে ২০১৭ পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশ আইরিশদের মুখোমুখি হয় মোট ৯ বার। ৯ বারের দেখায় বাংলাদেশ জয় পায় মোট ৬ ম্যাচে আর আয়ারল্যান্ড ২ টিতে। বৃষ্টির কারনে পরিত্যাক্ত হয় ১ ম্যাচ। 

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে সর্বাধিক রানের মালিক তামিম ইকবাল। ৯ ম্যাচে ২ অর্ধশতক ও ১ শতকে তামিমের সংগ্রহ ৪৫১ রান। ২য় স্থানে আছেন উইলিয়াম পোর্টারফিল্ড। ৯ ম্যাচে ১ শতক ও ১ অর্ধশতকে তার সংগ্রহ ২৮৫ রান। 

বোলিংয়ে সর্বাধিক উইকেটের মালিক টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ৯ ম্যাচে তার সংগ্রহ ১২ উইকেট। ২য় স্থানে যৌথভাবে আছেন আইরিশ বোলার ল্যাংফোর্ড স্মিথ এবং টাইগার কাপ্তান মাশরাফী। উভয়ের  শিকার ৯ টি করে উইকেট। 

সব দিকে এগিয়ে থেকে কাল মাঠে নামবে টিম বাংলাদেশ। প্রায় ২ বছর পর আয়রল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে দল। অধিনায়ক মাশরাফী অবশ্যই চাইবেন ম্যাচ জিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করতে।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক ব্যাটসম্যান), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন/তাসকিন আহমেদ।

আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ:
উইলিয়াম পোর্টারফিল্ড, পল স্টার্লিং, অ্যান্ডি ব্যালবার্নি, লরকান টাকার, কেভিন ও’ব্রায়েন, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, মার্কা এডায়ার, জশুয়া লিটন, টিম মুরতাঘ এবং ব্যারি ম্যাকার্থি।