কুলাউড়ায় ভারতীয় বিড়ি ও সিগারেটসহ গ্রেপ্তার ১


মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে আমদানী নিষিদ্ধ বিপুল পরিমান ভারতীয় বিড়ি ও সিগারেটসহ ১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. মালেক মিয়া (১৮)। তিনি জেলার  কুলাউরা উপজেলার ঘরগাও গ্রামের মৃত নওয়াব উল্লাহর ছেলে।

শুক্রবার রাত তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন পিতিমপাশা ডাকঘরস্থ রবিবাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো.মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসপি এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের এর একটি আভিযানিক দল মাদক উদ্ধার ও গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। অভিযানে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন পিতিমপাশা ডাকঘরস্থ রবিবাজার এলাকায় আসামির দোকানের ভিতর থেকে ২৯ হাজার পিস সিগারেট এবং ২ লক্ষ ৫০ হাজার পিস আমদানী নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ ১ জন পেশাদার চোরাচালানকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।