রমজানে এক কলার দাম ২৫ টাকা!


রমজানের শুরুতেই চট্টগ্রামের হাটহাজারীতে চড়া দামে বিক্রি হচ্ছে কলা। শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে একটি পাকা কলা বিক্রি হচ্ছে ২৫ টাকায়।

এ প্রসঙ্গে একজন ক্রেতা বলেন, রমজানের আগে এক ডজন কলার দাম ছিল ৭০ থেকে ১২০ টাকা। রোজা শুরু হওয়ায় দুই-এক দিনের মধ্যে তা বেড়ে হয়েছে ৩০০ টাকা। এখন একটা কলা কিনতে হচ্ছে ২৫ টাকা দিয়ে।

কাটিরহাটের একজন কলা বিক্রেতা বলেন, কম দামে আনলেও কৃত্রিম সংকট দেখিয়ে রমজানে বেশি দামে বিক্রি করছে পাইকারি মজুতদাররা। তাই খুচরা বিক্রির ক্ষেত্রে চড়া দামে তা বিক্রি করতে হচ্ছে।

শুক্রবার উপজেলার কাটিরহাটে চড়া দামে কলা বিক্রি করায় এক বিক্রেতাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোহাম্মাদ রুহুল আমীন।

তিনি বলেন, দ্রব্যমূল্যে অসঙ্গতি কোনোভাবে মেনে নেয়া হবে না। চড়ামূল্যে পণ্য বিক্রি করলে তার খেসারত দিতেই হবে।