যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ২ জনের মৃত্যু


যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। স্থানীয় সময় রোববার ওকলাহোমার বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালানো হয়। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সেখানে যারা আটকে পড়েছেন তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন উদ্ধারকারীরা।

এক সংবাদ সম্মেলনে এল রেনোর মেয়র ম্যাট হোয়াইট বলেন, এই মুহূর্তে আমরা ক্ষয়ক্ষতি মূল্যায়ণে উদ্ধার অভিযান চালাচ্ছি। আমরা এটা নিশ্চিত করছি যে, ঘূূর্ণিঝড়ের তাণ্ডবে দু’জনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, এটা খুবই দু:খজনক। ওকলাহোমা শহর থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। দুর্যোগে আহত হয়ে কমপক্ষে ২৯ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদের কারো অবস্থাই জটিল নয়।

ঘূর্ণিঝড়ের কারণে লোকজনকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। ম্যাট হোয়াইট বলেন, আমাদের এই মুহূর্তে সহায়তা প্রয়োজন। আমরা সেখানকার লোকজনকে ইতোমধ্যেই সরিয়ে নিয়েছি।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপণা দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩৬ থেকে সর্বোচ্চ ১৬৫ কিলোমিটার এবং এটি প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকাজুড়ে তাণ্ডব চালিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *