দিনশেষে সেই কেন্দ্রের একটি বুথ খালি-ই রয়ে গেলো


মাহমুদ এইচ খান :: মৌলভীবাজার: দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে শেষ হয়েছে ভোটগ্রহণ। মৌলভীবাজার সদর উপজেলার পৌরসভাধীন কাশিনাথ আলাউদ্দিন হাইস্কুল এ্যান্ড কলেজ সেন্টারের ৯ নম্বর কক্ষের বুথটিতে অবশেষে একটিও ভোট পড়েনি। এরই সাথে এই সেন্টারের ৯টি কক্ষে মধ্যে একটি কক্ষে সর্বোচ্চ ভোট পড়েছে ১০ টি। আর পুরো সেন্টারে মোট ভোট পড়েছে ৪১ টি।
সোমবার (১৮ মার্চ) বিকাল ৪টার সময় ভোট গণনার সময়ে ওই সেন্টারে সরেজমিনে গিয়ে দেখা যায় প্রত্যেক বুথের বক্স থেকে ব্যালট পেপার বের করা হলেও একটি ব্যালটবক্স একেবারেই খালি।
গণনায় দেখা যাই এই সেন্টারে ৯টি বুথে মোট ভোট পড়েছে ৪১ টি। তার মধ্যে দুইটি ভোট বাতিল বলে গণ্য হয়েছে। বাকি ৩৯ টি ভোটের মধ্যে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আলাউর রহমান টিপু (চশমা) ২৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। একই পদে ভিপি মতিন (বালব) ১৩ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শাহিনুর রহমান (পদ্মফুল)। একই পদে মিলি আছিয়া রহমান (প্রপজাপতি) ১৬, রাশিদা খান (কলসি) ৪ ও মিতা ভুঁইয়া তানিয়া (ফুটবল) ০১ ভোট পেয়েছেন।
এর আগে  দুপুর সাড়ে ১২টায় ওই কেন্দ্রে গিয়ে দেখা যায় কেন্দ্রের ৩ নং ও ৯নং কক্ষ ভোটার শূন্য।  দু’টি বুথে একটিও ভোট পড়েনি। এর আগে সকাল ১১ টা পর্যন্ত এই সেন্টারে অন্যান্য বুথে মোট ভোট পড়ে ৮টি৷
জানা যায়, এই কেন্দ্রে মোট ভোটারসংখ্যা ২ হাজার ৯শ’ ৯৭। যাদের ৯টি বুথে ভাগ করা হয়েছে। কিন্তু ভোটারদের ডেকে এনেও ভোট দেয়া যায়নি।
প্রিসাইডিং অফিসার নিলাদ্রি শেখর বাংলানিউজকে জানান, আমরা পুরো প্রস্তুতি নিয়ে বসে ছিলাম। কিন্তু একটি কক্ষে ভোট দেয়ার মানুষই থাকবেনা তা ভাবিনি। এই সেন্টারে মোট ভোট পড়েছে ৪১ টি। যার মধ্যে দুইটি ভোট বাতিল হয়েছে। এখানে ভাইস চেয়ারম্যান (পুরুষ) আলাউর রহমান টিপু (চশমা) ২৭ ভোট পেয়ে ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান (পদ্মফুল)১৯ পেয়ে বিজয়ী হয়েছেন।
উল্লেখ্য যে এই উপজেলা চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামীলীগের কামাল হোসেন নির্বাচিত হয়েছে। যার ফলে সেই পদের জন্য ভোটগ্রহণ করা হয়নি।