তাপমাত্রা বৃদ্ধিরোধে গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দীন বলেছেন, দেশে তাপমাত্রা বৃদ্ধিরোধে বন অধিদফতরের আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং রাজস্ব বাজেটের আওতায় সড়ক, রেল ও বাঁধের পাশে প্রতিবছরই গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই কর্মসূচির আওতায় চলতি অর্থ-বছরে বিভিন্ন সড়ক, রেল ও বাঁধের পাশের ১৩০০ কিলোমিটার বাগান সৃজন করা হচ্ছে।

সোমবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এম আবদুল লতিফ ও মোহাম্মদ শহিদ ইসলামের আলাদা দু’টি প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের প্রাণকেন্দ্র রাজধানী ঢাকা শহরে যে পরিমাণ জনসংখ্যার বসতি রয়েছে, সে তুলনায় যে হারে গাছ বা বৃক্ষ থাকার কথা ছিল অর্থাৎ (৩ গুণ) তা নেই। এমনকি এ কারণে পরিবেশ দূষণের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে মানুষের মৃত্যুহার নির্ধারণে দেশে সরকারিভাবে কোনো সমীক্ষা পরিচালনা করা হয়নি। ফলে পরিবেশ দূষণে কী পরিমাণ মানুষ মারা যাচ্ছে তার কোনো পরিসংখ্যান মন্ত্রণালয়ের জানা নেই।

মনজুর হোসেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে সংরক্ষিত বনের আয়তন ১৮ লাখ ১৮ হাজার ২১৮ দশমিক ৭৯ একর। এই বন ভূমিতে ৩৯০ প্রজাতির বৃক্ষ আছে। এসব বৃক্ষের মধ্যে সুন্দরী, গেওয়া, গর্জন, সেগুন ও শাল ইত্যাদি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *