১৯ জুন: হাসতে নেই মানা


* জোকস-১

* একদল তরুণ সন্ন্যাসী তীর্থ যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছে ।

গুরু বললেন , “যদি কোন সুন্দরী তোমাদের চোখকে আকর্ষণ করে তবে চোখ বন্ধ করে ফেলবে এবং বলবে “হরি ওঁম!”

দু দিন পর , এক জন বলে উঠল , “হরি ওঁম!”

সাথে সাথে বাকী সবাই বলে উঠল: “কই? কই? কোন দিকে?”

* জোকস-২

বিবাহিত এক ব্যক্তির সাথে এক অবিবাহিত ব্যক্তির কথোপকথন :

বিবাহিত ব্যক্তি: লাভ ম্যারেজ আর আ্যারেন্জ ম্যারেজ এর তুলনা করাটা হাস্যকর|

অবিবাহিত ব্যক্তি: কেন?

বিবাহিত ব্যক্তি: কারণ এটা আত্মহত্যা আর খুন হবার মতো তুলনা

* জোকস-৩

বুড়িগঙ্গার ময়লা পানিতে এক লোককে নামতে দেখে এক পর্যটক প্রশ্ন করলেন-

পর্যটক : ভাই, নদীতে কী করছেন?

লোক : গোসল করছি।

পর্যটক : কিন্তু নদীর পানি তো খুবই ময়লা।

লোক : সমস্যা নাই। সাবান দিয়ে গোসল করছি।

* জোকস-৪

এক ভদ্রলোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় অন্য দিক থেকে আরেক ভদ্রলোক আসছিলেন।

১ম ভদ্রলোক : ভাই আপনার কাছে ৫শ’ টাকা ধার হবে?

২য় ভদ্রলোক : আপনাকে ৫শ’ টাকা ধার দেব কেন? আমি তো আপনাকে চিনি না।

১ম ভদ্রলোক : সে জন্যই তো বলছি, কারণ যারা আমাকে চিনে তারা আমাকে কোনো দিন টাকা ধার দেবে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *