হবিগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে ফিঙ্গার সমস্যায় শ্রমজীবী ভোটাররা


হবিগঞ্জ পৌরসভা উপ নির্বাচনে প্রথম বারের মত ইলেক্টিক ভোটিং মেশিন (ইভিএম)-এ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে আঙ্গুলের রেখা নষ্ট হয়ে যাওয়ায় বিড়ম্বনায় পড়েছিলেন শ্রমজীবী ভোটাররা।

সোমবার (২৪ জুন) সকাল ৯টা থেকে ২০টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা। তবে প্রথম বারের মত ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট দিতে গিয়ে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছিল। বিশেষ করে শ্রমজীবী ভোটাররা বেশি বিড়ম্বনায় পড়েছিলেন।

হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকায় বিভিন্ন ভোট কেন্দ্রে ইলেক্টিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট দিতে গিয়ে ফিঙ্গার সমস্যা হওয়ার খবর পাওয়া গেছে। ফলে অনেক ভোটার ভোট প্রয়োগ না করেই ভোটকেন্দ্র ছাড়তে বাধ্য হচ্ছেন।

জানা যায়, উমেদনগর এলাকার অধিকাংশ নাগরিকই শ্রমজীবী। নিয়মিত বিভিন্ন কাজে নিয়োজিত থাকতে হয় তাদের। যার ফলে অনেক নারী-পুরুষ ভোটারের আঙ্গুলের রেখা নষ্ট হয়ে গেছে। এতে করে ভোটিং মেশিনে ফিঙ্গার প্রিন্ট ধরা পড়ছিল না। যার কারণে অনেক ভোটারই ভোট না দিয়ে ফিরে যেতে দেখা গেছে। তবে ভোটার আইডি কার্ড নিয়ে আসলে ভোট দিতে পারবেন বলে জানিয়েছিলেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

এ ব্যাপারে উমেদনগর টাইটেল মাদ্রাসা কেন্দ্রের পোলিং কর্মকর্তা খন্দকার হারুনুর রশিদ জানান- অনেক ভোটারের ফিঙ্গার ভোটিং মেশিনে ধরা না পরায় ভোটারদের ভোট দিতে একটু সমস্যা হয়েছিল। তবে পরবর্তীতে তারা ভোটার আইডি কার্ড নিয়ে এসে ভোট দিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *