রাতের ট্রেনেই সিলেট আসছেন রেলমন্ত্রী


মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনার হতাহতের ঘটনায় বুধবার সকালে আসছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ট্রেনে চড়েই সিলেট আসবেন তিনি। আজ রাতেই কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে করে সিলেটের উদ্দেশে রওয়ানা দেবেন মন্ত্রী।

মন্ত্রীর একান্ত সচিত আখতারউজ-জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ রাত পৌনে দশটায় কমলাপুর রেল স্টেশন থেকতে উপবন ট্রেনে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন মন্ত্রী। বুধবার ভোর সাড়ে ৫টায় সিলেট রেলওয়ে স্টেশনে এসে পৌঁছবেন রেলমন্ত্রী। এরপর সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান শেষে সকাল ৯টায় রেল দুর্ঘটনায় আহত হয়ে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীনদের দেখতে যাবেন তিনি।

এরপর কুলাউড়ার উদ্দেশ্য রওয়ানা দেবেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সকাল সাড়ে ১১টায় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের সাথে দেখা করবেন। সেখান থেকে দুর্ঘটনাস্থল বরমচালে যাবেন তিনি।

বিকেলে কুলাউড়া স্টেশন থেকে ফের ট্রেনযোগে ঢাকার উদ্দ্যেশে রওয়ানা করবেন মন্ত্রী।

প্রসঙ্গত গত সোমবার রাতে কুলাউড়ার বরমচালে সেতু ভেঙ্গে খালে পড়ে যায় ট্রেনের ৪টি বগি। এতে ৪জন নিহত ও শতাধিক আহত হন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *