মাধবপুরে নারী শ্রমিকদের উত্যক্ত করায় দুই বখাটের কারাদণ্ড


হবিগঞ্জের মাধবপুর কটন মিলের নারী শ্রমিকদের উত্যক্ত করার দায়ে দুই বখাটেকে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে এই আদেশ প্রদান করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনুভা নাশতারান।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের বাসিন্দা আব্বাস উদ্দিনের ছেলে উমর আলী সেজু (২৩) ও একই গ্রামের আব্দুজ জাহেরের ছেলে সোহাগ মিয়া (২২)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার (২৪) জুন বিকেলে মাধবপুরের সায়হাম কটন মিলে ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন দুই নারী শ্রমিক। পথিমধ্যে নোয়াপাড়া বাজারে তাদেরকে উত্যক্ত করেন সেজু ও সোহাগ মিয়া। এ সময় স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ তাদেরকে আটক করে। পরবর্তীতে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে স্বাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে উল্লেখিত পরিমাণ সাজার আদেশ প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানসুভা নাশতারান বলেন, নারীদেরকে উত্যক্ত করার দায়ে সংশ্লিষ্ট আইনে দুইজনের বিরুদ্ধেই ৩ মাসের দণ্ডাদেশ প্রদান করা হয়েছে। পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।